সোনার খনিতেও করোনার হানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৫ মে ২০২০ সোমবার
করোনাভাইরাস কোথায় নেই? বিশ্বের গভীরতম সোনার খনিতে এবার হানা দিয়েছে এই ভাইরাসটি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের এমপোনেং সোনা খনির ১৬৪ জন শ্রমিকের দেহে মারণঘাতী কোভিড-১৯’র সংক্রমণ ধরা পড়েছে।
এমপোনেং স্বর্ণ খনি জোহানেসবার্গ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এই স্বর্ণখনির অবস্থান। এত গভীরেও হানা দিয়েছে করোনা। দেশটির একটি প্ল্যাটিনাম খনিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর স্বর্ণের খনিতেও তা পৌঁছে যায়।
এই খনির শ্রমিকরা করোনা সংক্রমিত হওয়ার পর সেখানকার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকায় লকডাউন ঘোষণা করার পর গত মার্চ থেকে এই খনির কার্যক্রম বন্ধ ছিল। কয়েকদিন আগে লকডাউনে শিথিলতা আনায় খনির কাজ পুনরায় শুরু হলে শ্রমিকরা সংক্রমিত হয়। করোনায় আক্রান্ত হলেও ১৬৪ জন শ্রমিকের কোনও লক্ষণ ছিল না।
খনির মালিক অ্যাঙ্গলো গোল্ড অশান্তি বলছে, বর্তমানে করোনা সংক্রমিত শ্রমিকদের আইসোলেশনে রাখা হয়েছে। গত সপ্তাহে প্রথমবারের মতো একজনের শরীরে করোনা ধরা পড়ার পর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষা করা হয়।
অ্যাঙ্গলো গোল্ড অশান্তি এক বিবৃতিতে বলেছে, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য খনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে।
আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৪৩ এবং মারা গেছেন ৪০৭ জন।
এএইচ/