ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজশাহীতে ঈদুল ফিরতের প্রধান জামাত দরগাহ মসজিদে অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় নগরীর হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে। 

এই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম।

এছাড়া নগরীর সাহেববাজার বড় মসজিদে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রথম জামাত সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। রাণীবাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়।

নির্দেশনা মত বাহির থেকে আসা মানুষকে মসজিদে আসতে নিষেধ করা হয়। এছাড়া মুসুল্লিদের বাড়ি থেকে অজু করে মাস্ক পড়ে আসতে হয়েছে মসজিদে। স্বাস্থ্যবিধি অনুযায়ী মসজিদে রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থা। 

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নিজ বাড়িতে নামাজ আদায় করেছেন। এছাড়াও রাজশাহীর অনেক ভবনের ছাদে ঈদ জামাতের আয়োজন করা হয়।

এআই//