ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা গ্রামে করোনা উপসর্গ নিয়ে সুনিল চন্দ্র সুত্রধর (৫৫) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা জানান, গত কয়েক দিন ধরে সুনিল চন্দ্র শ্বাস কষ্ট, জ্বর ও ঠান্ডার কারনে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরিক্ষার জন্য সুনিলের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

তিনি জানান, সোমবার সকালে  হরিনা-বাগবাটি মহা শ্মশানে যথাযথ পক্রিয়া অনুসরন করে সুনিলের শেষকৃত্য সম্পন্ন হয়। সুনিলের বাড়ির সকলকে হোম কোয়ারেইনন্টিনে রাখা হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

এমবি//