ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যেসব ট্যনারি সাভারে স্থানান্তর করা হয়নি সেসব বন্ধ করার নির্দেশ

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

রাজধানীর হাজারীবাগে ট্যানারি শিল্প অবিলম্বে বন্ধ এবং কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র, শিল্প সচিব, আইজিপি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে আদালতের এ আদেশ বান্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ৬ এপ্রিল নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। রাজধানীর হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তর নিয়ে টালবাহানা চলছে দীর্ঘ দিন। বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায়। সবশেষ ২০১০ সালের অক্টোবরে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১১ সালে ৩০ এপ্রিলের পর হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেন। তবে এ বিষয়ে আদালতের অনুমতি নেয়া হয়নি। এ কারণে গত জানুয়ারিতে আদালতে আবেদন করে পরিবেশ আইনবিদ সমিতি-বেলা। আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। অবিলম্বে ট্যানারি বন্ধের নির্দেশ দেন আদালত। স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, আইজিপি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৬ এপ্রিল দাখিল করতে বলা হয়েছে। তবে উচ্চ আদালতের অপর এক নির্দেশে পরিবেশের ক্ষতিপূরনের জন্য দৈনিক ১০ হাজার টাকা জরিমানা গুনছে ট্যানারি মালিকরা।