ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জয়পুরহাটে করোনা আক্রান্ত বেড়ে ১৬৪

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০ পিএম, ২৫ মে ২০২০ সোমবার | আপডেট: ১০:২৩ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। 

আজ সোমবার জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন। 

নতুন আক্রান্তদের মধ্যে পাঁচবিবিতে স্বামী-স্ত্রীসহ ১০, ক্ষেতলালে ৬ এবং আক্কেলপুর উপজেলায় ৪ জন। এদিকে গোপীনাথপুর আইসোলেশন থেকে মোট ৪৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।  

আজ সোমবার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে ২৭০ জনের নমুনা পাঠানো হয়। প্রাপ্ত ফলাফলে ১৫০ জনের নমুনা নেগেটিভ হলেও ২০ জনের করোনা শনাক্ত হয় বলে জানান তিনি। 

সিভিল সার্জন বলেন, ‘আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে নেয়ার চেষ্টা চলছে।’

এআই//এসি