ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অধ্যক্ষ নিলুফার মঞ্জুর এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, নিলুফার মঞ্জুর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা বিস্তারে তাঁর সুবিশাল কর্মযজ্ঞ ও অবদান তাঁকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। দেশ ও জাতি তাঁর এ অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আজ (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসি