নাটোরে সাপের ছোবলে বৃষ্টির মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার
নাটোরের বাগাতিপাড়ায় সাপের ছোবলে বৃষ্টি খাতুন নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃষ্টি খাতুন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ভিতরভাগ গ্রামের বাবু হোসেনের মেয়ে।
জানা গেছে, ঈদের দিন সোমবার (২৫ মে) দিবাগত রাতে তাদের কাঁচা বাড়িতে বাবা-মায়ের সাথে ঘরে ঘুমিয়ে যায় বৃষ্টি। রাত ১০ টার দিকে তাকে একটি বিষধর সাপ ছোবল দেয়। ওই রাতে তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরদিন মঙ্গলবার (২৬ মে) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনএস/