ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রেই এক লাখ মানুষের প্রাণ কাড়ল করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২৭ মে ২০২০ বুধবার

সংক্রমণ ছড়ানোর প্রায় পাঁচমাসের মাথায় প্রাণঘাতি করোনায় যুক্তরাষ্ট্রে পৃথিবী ছাড়া এক লাখের বেশি মানুষ। যা বিশ্বে একক কোন দেশে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

এখনও কার্যকরি ভ্যাকসিনের অভাবে দেশটিতে প্রতিদিনই অন্তত ২০ হাজার মানুষ নতুন করে করোনার শিকার হচ্ছেন, বাড়ছে স্বজন হারাদেরও সংখ্যাও। থমকে গেছে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক জীবন ব্যবস্থা, হুমকির মুখে দেশটির অর্থনীতি। 

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে ১৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৭৬৮ জনের।  ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ১ লাখ ৫৭২ জনে ঠেকেছে। 

সুস্থতার হার কিছুটা বেড়েছে। ফলে এখন পর্যন্ত বেঁচে ফিরেছেন ৪ লাখ প্রায় ৮০ হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ১৫৮ জন।

করোনার সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে নিউইয়র্ক শহরের বাসিন্দা। যেখানে প্রাণহানি ২৯ হাজার ৪৫১ জন। আক্রান্ত ৩ লাখ সাড়ে ৭৩ হাজারের বেশি। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ১ লাখ ৫৭ হাজারের বেশি আক্রান্তে প্রাণ গেছে ১১ হাজার ১৯৭ জনের। 

ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ১৩ হাজার ছাড়িয়েছে। যেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২৩ জনের। ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যকে পেছনে ফেলে আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে আক্রান্ত এক লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৮৫২ জনের। 

এদিকে, চলমান সংকটাবস্থায়ও অর্থনীতির পুনরুদ্ধারের লকডাউন তুলে নেয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি অঙ্গরাজ্যগুলোর গর্ভনরদের ওপর চাপ দিয়ে আসছেন। 

অন্যদিকে, করোনাঘাতে যুক্তরাষ্ট্রের পরই টালমাটাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এআই//