ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘মাসুদ রানা’ হচ্ছেন এবিএম সুমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। তবে আর লুকুচুরি নয়। এবার তা প্রকাশ পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলোচিত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে খুঁজে পাওয়া গেছে। তিনি আর কেউ নন, অভিনেতা এবিএম সুমন। নায়কের জন্মদিনে এ ঘোষণা এসেছে।

আজ  ২৭ মে, বুধবার সুমনের জন্মদিন। জাজের ফেইসবুক পেজে এই উপলক্ষে বলা হয়, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে হলিউড প্রডাকশন ‘এমআর নাইন’-এ মাসুদ রানা হচ্ছেন এবিএম সুমন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী সময়ে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।

আরও বলা হয়, কয়েক মাস অডিশনের পর সুমনকে চূড়ান্ত করা হয়। বাছাই প্রক্রিয়ায় অংশ নেন ১২শ’র বেশি প্রতিযোগী।

এ দিকে কয়েক দিন আগে জানা যায়, মাসুদ রানার অন্যতম নারী সঙ্গী নবনীতা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনি।

গত বছরের ২৯ আগস্ট ফেইসবুকে জাজের ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, ‘মাসুদ রানা’য় অভিনয় করবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। পরে এ নায়িকা জানান, এ ছবি সম্পর্কে কিছুই জানেননি।

এই সিরিজের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ।
এসএ/