মালয়েশিয়ায় বিপাকে অবৈধ প্রবাসীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
মালয়েশিয়ায় কর্মরত এক প্রবাসী- ছবি একুশে টিভি।
মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে মালয়েশিয়ায় বৈধ অভিবাসীদের মধ্যে কিছুটা স্বস্থি ফিরলেও বিপাকে পড়েছেন অবৈধভাবে বসবাসরতরা। সরকারের দেওয়া বিভিন্ন শার্ত সাপেক্ষে বৈধ কর্মীরা কাজে যোগদান করার পর আর্থিক স্বচ্ছলতার মুখ দেখলেও যারা অবৈধভাবে আছেন তাদের দু:খের শেষ নাই।
একদিকে, কোভিড-১৯ এর প্রভাবে ঘরবন্দি, সরকারের কঠোর মনোভাবে অবৈধ লোকদেরকে কাজে নিতে ভয় পাচ্ছেন মালিক পক্ষ। অন্যদিকে মালয়েশিয়া ইমিগ্রেশনের ব্যাপক ধরপাকড়ে দিশেহারা হয়ে পড়েছেন সবাই। একইসঙ্গে করছেন মানবেতর জীবন যাপন। দেশটির কন্ট্রোল মুভমেন্টের কারণে এমতাবস্থায় অবৈধরা ইচ্ছা করলেও পারছেন না দেশে ফিরতে। এ জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন অনেকে।
মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী দাতু আব্দুর রউফ এ অবস্থায় মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে অবৈধদের দেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এনএস/