ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

একদিনে আক্রান্তের হারে যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

বিশ্বব্যাপী জেঁকে বসা করোনায় দু’দিন আগে প্রাণহানির পর এবার একদিনে আক্রান্তের হারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। 

শুধু ব্রাজিল নয়, ভাইরাসটি দাপট দেখাচ্ছে সহগোত্রীয় পেরু, চিলি, এল সালভেদর, গুয়েতেমালা ও নিকারগুয়ার মতো দেশগুলাতে। যেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ, স্বজন হারা হচ্ছে হাজার হাজার মানুষ। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩০১ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ১৪৮ জনের। এ নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ৬৯৭ জনে ঠেকেছে। যদিও এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন। 

এদিকে আক্রান্ত ও প্রাণহানির এমন হারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। 

সংস্থাটির বলছে, ‘চলমান অবস্থা অব্যাহত থাকলে আগামী আগস্টের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই, এ অঞ্চলের অন্যান্য দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।’ খবর আল জাজিরার। 

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ১ লাখ ৩৬ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ৪ হাজারের কাছাকাছি। চিলিতে সংক্রমিতের সংখ্যা প্রায় ৮৩ হাজার। এখন পর্যন্ত ৮৪১ জনের মৃত্যু হয়েছে সেখানে।

এদিকে, রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপে রয়েছে ব্রাজিলের প্রশাসন। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে গত সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

এআই//