হাসপাতাল থেকে বাসায় সুজেয় শ্যাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম বাসায় ফিরেছেন। বুধবার বিকেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে বাড়ি ফেরার অনুমতি দেন। সুজেয় শ্যামের বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে লিজা শ্যাম।
লিজা জানান, তার বাবার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। শ্বাসকষ্টের সমস্যার কারণে ধারণা করা হচ্ছিল তিনি করোনা আক্রান্ত কিনা। মূলত এই উদ্বেগ থেকে দ্রুত হাসপাতাল বদল করে বাবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। শারীরিক অবস্থা ভালো থাকার কারণে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বাবাকে বাসায় থাকার পরামর্শ দেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
প্রোস্টেট ক্যানসারের রোগী সুজেয় শ্যাম কয়েক দিন ধরেই অসুস্থ। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রক্তচাপও স্বাভাবিক ছিল না। মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ভর্তি করানো হয়। সেখানে কৃত্রিম উপায়ে তার শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া স্বাভাবিক রাখা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বাবা সুজেয় শ্যামের জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে লিজা শ্যাম। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা করতে বলেছেন, যেন তার বাবার করোনা পজিটিভ না হয়।
এসএ/