যেভাবে ইউনাইটেড হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে এক নারীসহ পাঁচ রোগীর মৃত্যু হয়। উক্ত ইউনিটে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া লিখিত বক্তব্যে উঠে এসেছে এসব তথ্য।
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্যে বলা হয়, 'বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাসপাতালের মূল ভবনের বাইরের কোভিড আইসোলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে।'
হাসপাতালটির চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. সাগুফা আনোয়ারের বরাত দিয়ে পাঠানো লিখিত বক্তব্যে আরও বলা হয়, 'সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন প্রচণ্ড দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি ৫ জন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।'
লিখিত বক্তব্যে আরও বলা হয়, 'দমকাল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেওয়া হয়। পরে হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা ও দমকাল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত করছে এবং ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এই সম্পর্কে তাদের পূর্ণ সহায়তা প্রদান করছে।'
তবে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগে রাত সোয়া ৯টার পরপরই। প্রথমে হাসপাতালের কর্মী নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু অপর এক সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৮ মিনিটে প্রথমে এক রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেন। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। তারা এসে আগুন নেভায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, করোনা আসোলেশন ইউনিটে স্যানিটাজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। এ ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।
তদন্তের কাজ এরইমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
এএইচ/