ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমের যাবজ্জীবন

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৩:১৮ পিএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি এ রায়কে যুগান্তকারী বললেও আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইজীবী। রায়ে সন্তোষ্ট খাদিজার পরিবার। গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে থেকে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলিভেদে করে মস্তিষ্কও জখম হয়। নিন্দার ও প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। বদরুলকে বহিষ্কার করা হয় ছাত্রলীগ থেকে। এ ঘটনায় খাদিজার চাচা মামলা দায়ের করেন। এ মামলায় বাদীপক্ষে মোট ৩৪ জনের সাক্ষ্য শুনেছে আদালত। খাজিদা গত ২৬ ফেব্র“য়ারি আদালতে গিয়ে নিজের জবানবন্দি তুলে ধরেন। পরে আদালত সমস্ত স্বাক্ষ প্রমাণ বিবেচনা করে দরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেন। তবে উচ্চ আদালতে আপিলের কথা জানালেন আসামী পক্ষের আইনজীবী। তবে এ রায়ে খুশি খাদিজা ও তার পরিবার।