নওগাঁয় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে রুঞ্জু মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার রাতোয়াল গ্রামে এ ঘটনা ঘটেছে।
রুঞ্জু মন্ডল ওই গ্রামের আলহাজ শুকবর আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী দুলালী বিবি (৩৮)।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার মধ্যরাতের দিকে মুখোশধারী দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে প্রথমে রুঞ্জু মন্ডলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তাকে বাঁচাতে স্ত্রী দুলালী এগিয়ে আসলে দুবৃর্ত্তরা তাকেও ছুরিকাঘাত করে। এসময় তাদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরাসহ গ্রামের লোকজন এগিযে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে পরে বগুড়া শহীদ জিয়া মেডিকাল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রুঞ্জু মন্ডল মারা যান।’
নিহতের বড় মেয়ে রুমি আক্তার (২২) জানান, ‘আমার বাবার স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১২টার মুখোশধারী এক যুবক বাসার সাথে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাসার রান্না ঘরে প্রবেশ করে পানির মটর চালু করে। এ সময় বাবা মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মখোশধারী এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় মা এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।’
তিনি জানান, ‘বাবা-মার চিৎকারে সকলেই জেগে উঠে এবং প্রতিবেশীরাও এগিয়ে আসলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। তবে ওই হামলাকারী একা ছিল না নাকি তার সাথে আরো কেউ ছিল তা বলতে পারছিনা।’
এছাড়া তার বাবাকেই শুধু হত্যার উদ্দেশ্যে এই হামলা নাকি বাড়িতে ডাকাতি করার কোন পরিকল্পনা ছিল তাও কেউ বলতে পারছেনা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতি বা লুটপাটের জন্য ঘটনা ঘটতে পারে এমন কোন আলামত পাইনি। তবে যেই এটা করুকনা কেন ওই বাড়িতে তার আগে থেকেই যাতায়াত ছিল এবং পূর্ব শত্রুতার জের ধরে হয়তো এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এআই//