করোনায় সিলেটের নার্সিং কর্মকর্তার মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৩০ মে ২০২০ শনিবার | আপডেট: ০৮:০১ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
নার্সিং কর্মকর্তা রুহুল আমীন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমীন। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালই সিলেটের করোনা আইসোলেশন সেন্টার। এ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে ব্রাদার রুহুল আমীন করোনা আক্রান্ত হন।
করোনা পজেটিভ হওয়ার পর গত ২২ মে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট তীব্র হলে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে রুহুল আমীন মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, রুহুল আমীনের মৃত্যুতে সিলেটের নার্স সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি জানান, এ ঘটনার পরও সিলেটের নার্সরা কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে যাবেন। এহেন অবস্থায় ধৈর্য্য ধারণ করে রোগীদের সেবা দেওয়ার জন্য সকল নার্সদের অনুরোধ জানান তিনি।
এমবি//এনএস