ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনা: জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১০ পিএম, ১ জুন ২০২০ সোমবার

ছবি-এনডিটিভি

ছবি-এনডিটিভি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড আট হাজার ৩৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৩৫ জনে। এ সংখ্যা ইউরোপের দুই দেশ ফ্রান্স ও জার্মানির চেয়ে বেশি। 

সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রথম ১০টি দেশের মধ্যে ৯ নম্বরে ছিল ভারত। একদিনের ব্যবধানে দেশটি উঠে এসেছে সাত নম্বরে। অর্থাৎ ভারতের সামনে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য ও ইতালি।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৯৪ জনে। মৃতের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৬৯৩ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮৩৫ জন। অর্থাৎ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১৯ শতাংশে।

তবে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ার মধ্যেই লকডাউন শিথিল হচ্ছে ভারতে।

এমবি//