ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন ইমাম ও মুয়াজ্জিনরা

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পেলেন ভোলা সদর উপজেলার ৯৮৪টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনরা।  

আজ মঙ্গলবার  দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতি ইমামদের ৩ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। ভোলা সদর উপজেলা ৯৮৪ জনের মাঝে নগদ ৪৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। 

এআই//