ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

করোনা থেকে বেঁচে ফিরলেন মা-ছেলে 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

সিরাজগঞ্জের কামারখন্দ করোনায় আক্রান্ত হবার পর কোয়ারেন্টাইনে থেকে নিয়মানুযায়ী চলায় মা-ছেলে সুস্থ হয়ে উঠেছেন। তারা হলেন, উপজেলার হালুকান্দি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে সালমান (৮)।

সবশেষ নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে তাদের ছাড়পত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
এর আগে গত ২৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে সপরিবারে এসেছিলেন সেলিম হোসেন। পরে খবর পেয়ে  ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এরপর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। তখন থেকেই তারা স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

এআই//