ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে বাস চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:০৮ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

দুর্ঘটনায় মৃতদের লাশ- ছবি একুশে টেলিভিশন।

দুর্ঘটনায় মৃতদের লাশ- ছবি একুশে টেলিভিশন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে দূরপাল্লার একটি বাস চাপায় ভ্যানের আরোহী মা, বাবা ও ছোট বোনকে হারালো এক হতভাগ্য এক কিশোর। গুরুতর আহত হয় শুভ সুত্রধর নামের ওই কিশোরও। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সরিষাকোলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাবা কানছু সুত্রধর (৪০), মা আন্না রানী সুত্রধর (৩৫) ও তাদের মেয়ে সীমা রানী সুত্রধর (৭)। তারা উপজেলার বাদলবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৃত কানছু সুত্রধরের ছেলে শুভ সুত্রধরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উল্লাপাড়ার বালসাবাড়ি থেকে অটোভ্যানযোগে কানছু সুত্রধর পরিবার নিয়ে শাহজাদপুরের নিজ বাড়িতে ফেরার পথে সরিষাকোল কবরস্থানের কাছে পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী আন্না রানী সুত্রধর এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহতদের নেয়া হলে কানছু ও মেয়ে সীমা মারা যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে। 

এনএস/