ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় এনবিআর কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ৩ জুন ২০২০ বুধবার

করোনায় আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) ভোরে মারা গেছেন। 

তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানিয়েছেন। জসীম উদ্দিন চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) এর পক্ষ থেকে করোনা যুদ্ধে বাংলাদেশ কাস্টমস আ্যন্ড ভ্যাট বিভাগের প্রথম শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। 

এমবি//