গাজীপুরে করোনায় আরও একজনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৭ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরের কোনাবাড়ি থানার দেওয়ালিবাড়ী এলাকায় করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণহানি ১০ জনে পৌঁছল।
বুধবার (৩ জুন) রাতে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘কয়েকদিন আগে তাকে ঢাকা থেকে স্থানান্তর করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে। বুধবার রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।’
এআই//