ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

করোনা রোগী প্রতিমিনিটে ১ লাখ ভাইরাল কণা ছড়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন ভাইরাল কণা ছড়ায়। এমনকি তীব্র উপসর্গ থাকা করোনা রোগীর নিঃশ্বাসের মাধ্যমে প্রতি মিনিটে ১ লাখের বেশি ড্রপলেট বের হয়। এমনটি বলছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট নিউজ মেডিকেল।

সম্প্রতি ওই ওয়েবসাইটি জানায়, উক্ত গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটির গবেষক মাও শেঙ্গি। তিনি বলছেন, ‘একজন কভিড-১৯ রোগী প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন (১০ লাখ) সার্স-কভ-২ কণা নিঃসৃত করেন। তীব্র উপসর্গ থাকা রোগীর নিঃশ্বাস থেকে প্রতি মিনিটে ১ লাখের বেশি ড্রপলেট বের হয়।’

গবেষণায় আরও বলা হয়, ‘নতুন এই রোগটি আক্রান্ত মানুষ থেকেই বেশি ছড়ায়। অন্য মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা খুবই কম।’

গত ডিসেম্বরে চীন থেকে এই রোগটি ছড়িয়ে পড়ে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৬৫ লাখ ৩৮ হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছেন। পৃথিবীজুড়ে মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৫০৩ জন। সুস্থ হয়েছেন ২৮ লাখেরও বেশি মানুষ।

এএইচ/