ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ব্যাংক খোলা থাকলে চালু রাখতে হবে পুঁজিবাজারও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে ব্যাংকিং কার্যক্রম সচল থাকলে পুঁজিবাজারও খোলা রাখতে হবে বলে দাবি জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান। দেশের পুঁজিবাজারের সমসাময়িক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার এক ডিজিটাল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রকিবুর রহমান বলেন, কভিড-১৯-এর সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে অনেকে পুঁজিবাজার চালুর বিষয়টি নিয়ে নানা কথা বলছেন। কিন্তু এক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাছাড়া যতদিন ব্যাংকের কার্যক্রম চালু থাকবে ততদিন পুঁজিবাজারও চালু রাখতে হবে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকা উচিত। গেল সপ্তাহে বিনিয়োগকারীরা যে লেনদেন করেছেন তার ৮৭ শতাংশই অনলাইনে হয়েছে। তাই ব্রোকারেজ হাউজে না এসে বাসায় থেকেই লেনদেন করা সম্ভব।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের কোথাও কোনো নিয়ন্ত্রক সংস্থা সূচক ও লেনদেন ওঠানামায় হস্তক্ষেপ করে না। অথচ বিগত কমিশনের সময়ে সেটি করা হয়েছে। বর্তমান কমিশন এটা করবে না বলে আমার প্রত্যাশা। আগের কমিশন আইনকানুন, বিধিবিধানসহ বিভিন্ন ধরনের সংস্কার করা সত্ত্বেও বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যায়নি। ফলে তাদের গৃহীত কার্যক্রম বাজার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

রকিবুর রহমান আরও বলেন, তারা এরই মধ্যে পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য উদ্যোগ নিয়েছেন। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সভার মাধ্যমে পুঁজিবাজারে তারল্য সংকট দূর করতে ব্যাংকগুলোকে বিনিয়োগে আনার পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের আগেই ব্যাংকের লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বর্তমান কমিশন বন্ড মার্কেট উন্নয়নে কাজ শুরু করেছে।

একে//