চট্টগ্রামের মিরসরাইয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট এবং বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হবে
প্রকাশিত : ০৬:০১ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১০ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে সোলার পাওয়ার প্ল্যান্ট এবং এক বছরের মধ্যে দেড়শ’ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন। এ’সব প্ল্যান্ট হলে অর্থনৈতিক অঞ্চলের জন্য বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আশপাশের গ্রামগুলোকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশে বিদ্যুতের ঘাটতি থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এ’সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।