গাছ নাড়িয়ে বানর শিকারে উদ্যত চিতাবাঘ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৭ জুন ২০২০ রবিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
এমন দৃশ্য প্রকৃতিতে বিরল। যে বানর চলে গাছের ডালে ডালে, এক গাছ থেকে অন্য গাছে। সেই বানরকে ধরতে গাছে উঠছে একটি চিতাবাঘ। আর নিজের থাবা দিয়ে গাছটি নাড়াচ্ছে, যাতে গাছের ডাল আঁকড়ে থাকা বানরটি গাছ থেকে পড়ে যায়। এমন দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
দক্ষিণ আফ্রিকার এক জঙ্গলের দৃশ্য এটি। সেদেশের গ্যারি পার্কার নামের এক আলোকচিত্রী এই ভিডিওটি করেন। পরিবেশ সংক্রান্ত ব্লগ ‘রেঞ্জার ডায়রিজ'-এর তরফে পোস্ট করা হয় ভিডিওটি। তারা জানিয়েছে, ভিডিওর বানরটি ভার্ভেট বানর।
ভিডিওটিতে দেখা যায়, গাছে উঠে কীভাবে বানরটিকে ধরতে মরিয়া চিতাবাঘটি। অনেকক্ষণ ধরেই তাকে তাড়া করে দলছুট করে ফেলেছিল চিতাবাঘটি। তারপর তাকে ধরার চেষ্টা করছিল।
দেখে নিন সেই ভিডিও:
পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ২,৫০০ বার। জমা পড়েছে বহু কমেন্ট। একজন লিখেছেন, ‘‘রোমাঞ্চকর লাগল দেখতে।''
এএইচ/