ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নওগাঁয় ব্যাংকারসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ২১৬টি নমুনা পরীক্ষার ফলাফলে এক ব্যাংকারসহ আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ১৫৯ জনে দাঁড়াল। 

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯১ জন। প্রাণ গেছে দুইজনের। শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য পাওয়া গেছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল। 
 
তিনি জানান, ‘নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬, রানীনগরে ৫, আত্রাই ও  মান্দায় একজন করে। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ৫২ জন। মারা যাওয়া দু’জনও সদর উপজেলার বাসিন্দা।’ 

এদিকে, ২৪ ঘণ্টায় ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা ৯৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এর মধ্যে সদরে ৪০, মহাদেবপুরে ১৩, বদলগাছিতে ৯, ধামইরহাটে ১১, নিয়ামতপুরে ১০, সাপাহারে ৪ ও পোরশা উপজেলায় ৯ জন। আর এখন পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় ৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল জানান, ‘নতুন আক্রান্তদের মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না। এরপরও তাদের নমুনায় পজেটিভ এসেছে। বর্তমানে নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা সুস্থ আছেন।’

এআই/