এসবিএসি`র স্পন্সর শেয়ারহোল্ডার সানোয়ার বানু আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মিসেস সানোয়ার বানু (৭২) গতকাল শনিবার রাত দেড়টায় রাজধানী মোহাম্মদপুরে সিটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রাজধানী পুরান ঢাকার এই বাসিন্দা মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি এসবিএসি ব্যাংকের অন্যতম পরিচালক মোহাম্মদ নাওয়াজের মা। ধর্মভীরু ও সমাজসেবী মিসেস সানোয়ার বানুর মৃত্যুতে এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী গভীর শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় এস. এম.আমজাদ হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তিনি বলেন, মরহুমা সানোয়ার বানু একজন আদর্শ মাতা ছিলেন। তার সুযোগ্য সন্তানরা দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি এই ব্যাংকের প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন।
সে সময়ে তিনি ব্যাংকের অনেক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এসবিএসি ব্যাংক পরিবার তাঁকে আজীবন স্মরণ করবে। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন। আমিন।।