ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- পিআইডি

জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- পিআইডি

বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিবকে আগামী দুই মাসের মধ্যে নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যারা বাইরে থেকে আসবে বিনিয়োগ করতে, একটা কমপ্লিকেসির (জটিলতা) বিষয়ে আমাদের জানিয়েছে। তারা যে বিনিয়োগ করত, একটা এগ্রিমেন্টের আন্ডারে মুনাফা পাবে। সেই মুনাফাটা তারা কীভাবে এখান থেকে নিয়ে যায়, আমাদের যে সিস্টেম তাতে আমাদের বিনিয়োগকারী যারা এখানে এসেছেন তারা বলেছেন, এখানে কিছু কমপ্লিকেসি আছে। এই কমপ্লিকেসি যদি কমানো না হয়, তাহলে বাইরে থেকে বিনিয়োগ এর চেয়ে বেশি আসবে না।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা যদি কমপ্লিকেসি একটু কমাতে পারি, তাদের যে প্রফিটটা থাকবে সেটা যাতে তারা আরও সহজে তুলে নিয়ে যেতে পারে তাদের দেশে বা বাইরে অন্য কোথাও। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এবং অর্থ সচিবকে এ বিষয়ে কাজ করতে বলেছেন। আগামী দুই মাসের মধ্যে বিনিয়োগ ও রিটার্নটা আইনানুগভাবে বিদেশে বা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে। সহজ করার জন্য বাংলাদেশ ও অন্যান্য ব্যাংক যারা আছে তাদের সঙ্গে কথা বলতে বলেছেন।’

একই সঙ্গে ব্যাংকিং সিস্টেমেও ডিপোজিটের ক্ষেত্রে যে কমপ্লিকেসি আছে সেগুলো সহজ করতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। 

এমএস/এসি