ব্রাজিলে প্রাণহানি ৩৭ হাজার, তথ্য গোপনের অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫২ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
সংক্রমণ শুরুর তিনমাসে করোনা সর্বোচ্চ দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তবে শুরু থেকেই সরকারের পদক্ষেপ নিয়ে উঠেছে প্রশ্ন।
সম্প্রতি প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে ঘোষণা দেন। তার ওই ঘোষণাার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে করোনার মহামারি সংক্রান্ত সব তথ্য সরিয়ে ফেলা হয়েছে। এতে করে ফের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। ফলে অনেকটা বাধ্য হয়ে আবারও নতুন একটি ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়।
গণমাধ্যমের অভিযোগ, ‘মৃতের সংখ্যা লুকাতেই সরকার এই কারসাজি করেছে।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ হাজার মানুষের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১১ হাজার ছুঁই ছুঁই। নতুন করে প্রাণ গেছে ৮১৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৭ হাজার ২১২ জনে ঠেকেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির প্রধানকেন্দ্র বিন্দুতে পরিণত হয় ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে।
এআই//