নবাবগঞ্জে আক্রান্ত বেড়ে ১৮২
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : ০২:২০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন ৪ জন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, ‘সোমবার রাত ১০টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন ওই ৯ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।
তিনি জানান, ‘বিভিন্ন বয়সী আক্রান্তরা উপজেলার কলাকোপা, শোল্লা, বাহ্রা, চুড়াইন ও একজন দোহার উপজেলার বাসিন্দা। এদের মধ্যে একজন নারী। এছাড়াও দোহারের ওই ব্যক্তি আমাদের মাধ্যমে পরীক্ষা করিয়েছেন। তাই তাকে আমাদের তালিকায় রাখা হয়েছে। নতুনদের নিয়ে এ উপজেলায় মোট আক্রান্ত এখন ১৮২ জন।’
নতুন আক্রান্তদের তাদের নিজ বাড়িতে আইসলোশনে রেখে চিকিৎসা দেওয়া হবে জানিয়ে ডা. অনুপ আরও জানান, ‘আজ (সোমবার) রাত পর্যন্ত উপজেলায় মোট ১ হাজার ২২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ৭১ জনের ফলাফল এখনও আসেনি। বেঁচে ফিরেছেন ২২ জন ও চিকিৎসাধীন ১৫৬ জন।’
এআই//