ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন এবং মারা গেছেন একজন।

মঙ্গলবার (৯ জুন) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গেল ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে জীবননগর উপজেলার দুইজন, আলমডাঙ্গার একজন ও দামুড়হুদার একজন রয়েছেন। নতুন আক্রান্ত ৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ১২৭ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন ও মারা গেছেন একজন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে একজনকে।

এএইচ/