রাজশাহীতে করোনায় এই প্রথম আক্রান্ত সাংবাদিক
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৪:১৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত আবু সাঈদ। একুশে টেলিভিশন
রাজশাহীতে এই প্রথম একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাম্যান আবু সাঈদ করোনায় শনাক্ত হয়েছেন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
আবু সাঈদ জানান, বর্তমানে তিনি রাজশাহী পবা উপজেলার কিসমত কুখণ্ডি গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। কয়েকদিন ধরে তার জ্বর ছিল। কিন্তু এখন জ্বর নেই। তবে শারীরিক এবং মানসিকভাবে তিনি দুর্বল। আবু সাঈদ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, গত কয়েকদিন ধরে আবু সাঈদ অসুস্থতায় ভুগছিলেন। তাই সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে বাসায় পাঠিয়ে দেয়া হয়। এরপর সেই পরীক্ষায় করোনা পজেটিভ আসে। আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।
জিয়াউল গনি সেলিম আরও জানান, সম্প্রতি পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথেই তারা কাজ করার চেষ্টা করেছেন। তারপরেও আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন।
এএইচ/