ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

শার্শায় ১৫০ পরিবার পেল গৃহনির্মাণ সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:২৯ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

যশোরের শার্শা উপজেলায় আম্পান ঘূর্ণিঝড়ে গৃহহারা ১৫০টি পরিবার ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা পেল। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বর থেকে ১৫০ জন গৃহহীনের মাঝে এই ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও গৃহ নির্মাণ অনুদান হিসেবে ৬ হাজার টাকা দিয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উপজেলার উলাশি গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী রোজিনা বেগম বলেন, ঝড়ে থাকার ঘর খ্যায় (নস্ট) করে দিয়ে গেছে। সাহায্য না পালি (পেলে) ঘর তুলতি পেত্তেলাম না (তুলতে পারছিলাম না)। আজ শেখ হাসিনার দুয়া (দেওয়া) টিন ও টাকা পাইছি (পেয়েছি)। 

যাদবপুর গ্রামের মিলন হোসেন বলেন, এমোন (এমন) ঝড় জীবনে দেখিনি। বাড়িঘর মাটির সাথে মিশে গেছে। নতুন ঘর তুলার সামের্থ (তোলার সামর্থ) আমার নেই। আজ দু’বান টিন ও ৬ হাজার টাকা পেইছি (পাইছি)। খুব ভাল লেগতেছ (লাগছে)। যশোরের শার্শা উপজেলায় ৩০ দশমিক ৭৪ শতাংশ কাঁচা ও আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে  ৬ শতাংশ বাড়ি সম্পূর্ন ও ২৪ দশমিক ৭৩ শতাংশ বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, আম্ফানে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষতিগ্রস্থদের পরিসংখ্যান দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে সাহায্যের জন্য প্রতিবেদন পাঠানো হলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় প্রাথমিকভাবে ১৫০ জনের জন্য এই সহযোগিতা পাঠিয়েছেন। অন্যরাও খুব শীঘ্র সহযোগিতা পাবে। 

উপজেলায় মোট কাঁচা ও আধাপাকা বাড়ির সংখ্যা ৬২ হাজার ৩৫৭টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৫টি বাড়ি সম্পূর্ন ভেঙ্গে গেছে এবং ১৫ হাজার ৪২৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। 
কেআই/