ব্রাহ্মণবাড়িয়ায় করোনাক্রান্ত তিনশ’ ছাড়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় তিনশ অতিক্রম করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডাঃ সানজিদা মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবা উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন ও নাসিরনগর উপজেলায় ১ জন রয়েছেন। তাদেরকে আইসোলেশনে আনার ব্যবস্থা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার নাগাদ জেলায় আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় পাঁচ হাজার ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ১৯৬ জন, এর মধ্যে জেলায় ১৮৯ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন এ পর্যন্ত ৪ জন।
এনএস/