ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নারীর ক্ষমতায়নে যত উদ্যোগ নেয়া হয়েছে, সবই আওয়ামী লীগ সরকারের নেয়াঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:০২ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

যারা ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি, তারাই এখন ভারত বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কোনো দেশপ্রেম নেই, ভোগ-বিলাসই তাদের কাছে মূখ্য। বিএনপি আমলেই দুর্নীতি-জঙ্গিবাদের সৃষ্টি আর মানুষের ওপর নির্যাতন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরো জানাচ্ছেন মামুন রশিদ। প্রায় এক যুগেরও বেশি সময় পর যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন সমালোচনার জবাব দেন। বলেন, বিএনপির আমলে একটা নির্বাচনও সুষ্ঠু হয়নি। জ্বালাও পোড়াও করে যারা মানুষ হত্যা করে তাদের মুখে নির্বাচনের কথাও শোভা পায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপির ভারত বিরোধিতা নিয়েও কথা বলেন শেখ হাসিনা। দেশে নারীর ক্ষমতায়নে সব উদ্যোগই আওয়ামী লীগ সরকারের নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সামনের নির্বাচনকে সামনে রেখে শৃংখলার মধ্যে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করতে মহিলা যুব লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।