ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

নাটোরে আরও ৭০ জন আক্রান্ত, সুস্থ ৪০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১০ জুন ২০২০ বুধবার | আপডেট: ১০:৫৪ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

নাটোরের বাগাতিপাড়ায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) করোনা ল্যাবে নমুনা পরীক্ষার পর নাটোরে একজন করোনায় শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

ডা. সাবেরা গুলনাহার জানান, বুধবার দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ১৪১ জনের নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ১৭ জনই পাবনার। অপরজন নাটোরের বাগাতিপাড়া এলাকার। 
নাটোরে এই একজন নতুন করে আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০ জন। 

এরমধ্যে ইতিমধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন। একজন রেজাল্ট আসার আগেই মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্ত এই একজন ব্যতিত বুধবার পর্যন্ত ২৮ জন হোম আইসোলেমনে রয়েছেন এবং তারা সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তবে বুধবার নতুন করে আক্রান্তের তথ্য নিশ্চিত করেননি। বুধবার রাত্রি ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কাছে রামেক ল্যাব থেকে কোন তথ্য সরবরাহ করা হয়নি বলে জানানো হয়। 
কেআই/