ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লিবিয়ায় মাইন বিষ্ফোরণে ৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫১ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

লিবিয়ায় রাজধানী ত্রিপোলিতে স্থলমাইন বিষ্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। ওয়াশিংটন বুধবার লিবিয়ায় যুদ্ধবিরতির এবং তেল খাতকে রক্ষা জন্য বিভিন্ন পক্ষগুলোর প্রতি আহবান জানিয়েছে।

অপরদিকে জাতিসংঘ ইউনিটি সরকার এবং বিরোধী খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে বলে উল্লেখ করার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এই আহবান জানান।

হাফতারের বাহিনী বছরব্যাপী ত্রিপোলি অবরোধ করে রাখার পরে গভর্নমেন্ট অব ন্যাশনাল এ্যাকর্ড (জিএনএ) রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা তাদের পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে বলে ঘোষণা দেন। এর কয়েকদিন পরে ত্রিপোলিতে এই বিষ্ফোরণের ঘটনা ঘটলো।

মন্ত্রনালয়ের মুখপাত্র আমিন আল হাসেমী এএফপিকে বলেছেন, দক্ষিণ ত্রিপোলির বিভিন্ন স্থানে বিষ্ফোরণে ৭ জন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন বেসামরিক লোক এবং ৩ জন মাইন অপসারণ কর্মকর্তা।

এসি