কুষ্টিয়ায় ১৪ পুলিশ সদস্যসহ ২৪ জন করোনায় আক্রান্ত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
কুষ্টিয়ায় নতুন করে আরও ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ১২১টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন পুলিশ সদস্যসহ ২৪ জনের পজেটিভ এসেছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার কুষ্টিয়ায় ১২১টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে নতুন করে আরও ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুর উপজেলায় ১ জন এবং মিরপুর ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৫ জন নারী।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২০২ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়া সদরে ৮৫ জন। এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৯, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৮ ও খোকসা উপজেলাতে ১২ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৬ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রতিদিনই করোনা সনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী-পেশার মানুষজনের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।
এএইচ/