উপবৃত্তি ও মেধাবৃত্তি পাচ্ছেন ৩২ লাখ শিক্ষার্থী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
উপবৃত্তি ও মেধাবৃত্তি পাবেন ৩২ লাখ শিক্ষার্থী। নতুন অর্থবছরে ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী উপবৃত্তি এবং ৭ লাখ ৮৭ মেধাবৃত্তি পাবেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছিলাম। এ ট্রাস্ট থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে টিউশন ফি’র অর্থ প্রদান করা হচ্ছে।’
মন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরে মাধ্যমিক স্তরে ৫ লাখ ৫৭ হাজার ছাত্র, ১০ লাখ ৯৫ হাজার ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরে ১ লাখ ১৬ হাজার ছাত্র, ৪ লাখ ৬২ হাজার ছাত্রী এবং ডিগ্রি স্তরে ৫০ হাজার ছাত্র ও ১ লাখ ৫০ হাজার ছাত্রীকে উপবৃত্তি দেয়া হবে।
বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ৬ লাখ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী ২০২০-২০২১ অর্থবছরে আরও ১ লাখ ৮৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে সেরা প্রতিভাবানদের স্বীকৃতি দেয়ার ধারাও আমরা অব্যাহত রেখেছি।’
এমএস/এসি