ব্রিটেনকে টপকে শীর্ষ চারে ভারত, আক্রান্ত ৩ লাখ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০২ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। প্রতিদিনের ন্যায় আবারও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে সংক্রমণে যুক্তরাজ্যকে পেছনে ফেলে শীর্ষ চারে উঠেছে দেশটি। এতে করোনার ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ছুঁই ছুঁই।
ভারতের কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনার শিকার ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজার ৯৫৬ জন। এখন পর্যন্ত একদিনে দশ হাজারের বেশি আক্রান্ত এটাই প্রথম।
অন্যদিকে, প্রাণ গেছে আরও ৩৯৬ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এতে করে করোনায় প্রানহানি ঘটল ৮ হাজার ৪৯৮ জনের। যদিও আক্রান্তদের অর্ধেকই সুস্থ বলে জানিয়েছে মন্ত্রণালয়।
স্পেন, ইতালিকে টপকে গিয়েছিল আগেই। সংক্রমণের নিরিখে এবার ব্রিটেনকে পেছনে ফেলল ভারত। উঠে এল বিশ্বের চতুর্থ স্থানে। সংক্রমিতের হিসাবে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরই এখন দেশটি।
তবে শুধু ব্রিটেনকে ছাপিয়ে যাওয়া নয়। প্রতিদিন সংক্রমণের গতি বৃদ্ধি জাগাচ্ছে নতুন শঙ্কা। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। অবস্থা আরও সংটাপন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ১৫২ জন। ওই রাজ্যের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি এখন সংক্রমণের হিসাবে কানাডাকেও ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৮ জনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
মুম্বাইয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। দেশের বাণিজ্যনগরীতে আক্রান্তেরর সংখ্যা ৫৪ হাজার ৮৫ জনে দাঁড়িছে। ওই শহরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
মহারাষ্ট্রের পরেই সংক্রমণের দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। রাজ্যটিতে করোনা ছড়িয়ে পড়েছে ৩৮ হাজার ৭১৬ জনের দেহে।
ভারতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৬৩ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩০৫টি।
এআই//