ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শার্শা সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে চার'শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ  খোকন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক খোকন মিয়া শার্শার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে। এ সময় আরো ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়,একদল মাদক চোরাচালানী ভারত থেকে মাদকের একটি চালান এনে উপজেলার নারিকেলবাড়িয়া নামক স্থানে মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো.কবির হোসেন এর নেতৃত্বে বিজিবি‘র একটি সেখানে অভিযান চালিয়ে ৪শ‘বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও খোকন মিয়াকে আটক করে। 

এসময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চারজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য এবং আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই/