কুমিল্লায় আরও ১৩২ জন আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
কুমিল্লায় নতুন করে ১৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৮৪৬ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪২ জন, লাকসামে ২২ জন, চৌদ্দগ্রামে ৮ জন, বুড়িচংয়ে ৪ জন, আদর্শ সদরে ৬ জন, চান্দিনায় ১ জন, দেবীদ্বারে ১৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, মেঘনায় ১ জন, হোমনায় ৬ জন, ব্রাহ্মনপাড়ায় ৭ ও বরুড়ায় ৯ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৫০ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮৪৬ জন আর আজকের ১ জনসহ মৃত্যুবরণ করেছেন ৫০ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৮৪৬ জনের মধ্যে আজকের ২৬ জনসহ ৩২৪ জন সুস্থ হয়েছেন।
উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৮৭ জন, দেবীদ্বারে ২০৮ জন, মুরাদনগরে ১৭৪ জন, চান্দিনায় ১৩৭ জন, লাকসামে ১৩৬ জন, চৌদ্দগ্রামে ১৬৮ জন, বুড়িচংয়ে ১১১ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, আদর্শ সদরে ৮৫ জন, দাউদকান্দিতে ৬৬ জন, সদর দক্ষিনে ৩৩ জন, তিতাসে ৪১ জন, ব্রাহ্মনপাড়ায় ৪০ জন, বরুড়ায় ৫২ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ৩২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ১৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ১৮৪৬ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১৩৭৩০ জন ও রিপোর্ট পাওয়া গেছে ১২০৭৪ জনের।
কেআই/