কলারোয়ায় আক্রান্ত বেড়ে ১০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার | আপডেট: ১১:০৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন পর এবার দেয়াড়া ইউনিয়নে নতুন করে এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ১০ জন করোনা পজিটিভ হলেন। যার মধ্যে ৬ জন চন্দনপুর, ১ জন জালালাবাদ, ও দেয়াড়া ইউনিয়নে ২ জন ও অপরজন লাঙ্গলঝাড়া ইনিয়নের। আক্রান্ত যুবক মাহবুর রহমান (৪১) বাড়ি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।
জানা গেছে, মাহবুর রহমান ঢাকায় চাকুরী করতেন তার পরিবার বাসা ভাড়া নিয়ে থাকেন কলারোয়া থানার সামনে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আরাফাত হোসেনের বাড়িতে। গত ৯ জুন নমুনা পরীক্ষা করতে দেয়। যার রিপোর্ট আজ শনিবারে পজিটিভ আসে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, রিপোর্টে তার করোনা পজিটিভ। এদিকে নতুন করে কলারোয়া পৌরসদরে এই করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান,শনিবার সকালে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে।
কেআই/