ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হিলিতে করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার | আপডেট: ০৫:০২ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়ার একদিন পর করোনার উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান (৭২) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রবিবার ভোররাতে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ি গ্রামের নিজ বাড়িতে সে মৃত্যুবরন করেন। সে উপজেলার বিন্যাগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর নেওয়াজ জানান, কিছুদিন ধরে মোস্তাফিজুর রহমান শ্বাসকষ্টজনিত ও নিয়মোনিয়া রোগে ভুগছিলেন। এছাড়াও তার মাঝে করোনার উপসর্গ জ্বর ছিলো। এ কারণে গতকাল শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল। আজ ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে, তবে নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় করোনা পজিটিভ বা নেগেটিভ বলা যাচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফন কার্য সম্পাদন করা হবে। সেই সাথে পরিবারের বাকি সদস্যদের কন্ট্রাক্ট টেসিং করা হবে বলে তিনি জানিয়েছেন।
কেআই/