ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আগুনে পুড়ে ছাই দুই কৃষকের স্বপ্নের পশুর খামার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষকের স্বপ্নের পশুর খামার পুড়ে গেছে। রোববার (১৪ জুন) রাতে সদর উপজেলার রাজাপুর কামার দিয়ার গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

এতে হক মিয়া ও আব্দুর  রহিম নামে দুই কৃষকের এতে ৬টি গবাদি পশুসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ‘৪টি গরু, ২টি ছাগল ও একটি ইজিবাইকসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’

নাটোরের ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কৃষক হক মিয়া ও আব্দুর রহিমের দু’টি খামারে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় ওই দুই খামারের ৪টি গরু, ২টি ছাগল, ১টি ইজিবাইক ও ২টি ঘরসহ মূল্যবান মালামাল। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা (ডিএডি) আসাদুজ্জামান জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।’

এআই//