ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পরীক্ষা বন্ধ করলেই করোনা কমবে: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

মহামারি করোনা থেকে বাঁচতে একের পর এক বেফাঁস বক্তব্য থেকে রেব হতে পারছেন না ভাইরাসটিতে সবচেয়ে ভুক্তভোগী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নমুনা পরীক্ষা বন্ধ করলে সংক্রমণ কমে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই আমেরিকায় এতটা সংক্রমণ। এখনই যদি টেস্টিং বন্ধ করে দেয়া যায় তাহলে সংক্রমণ খুবই অল্প হবে।’ 

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বয়স্ক নাগরিকদের সহযোগিতা বিষয় এক সভায় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। 

ওই দিন সকালে দেয়া এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে আমেরিকায় সংক্রমিত কোন রোগীই প্রায় থাকতো না। করোনা টেস্টিং হলো দু’দিকে ধার দেয়া তরবারির মতো। এটা একদিকে যেমন আমাদের খারাপ অবস্থা প্রকাশ করছে, অন্যদিকে একটা ভাল কাজ করছে।’

করোনা নিয়েও এর আগে তিনি বলেছেন,‘গোটা বিশ্বের মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি পরীক্ষা হয় বলেই সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।’

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে। আগে যেখানে রোজ হাজার হাজার মানুষ মারা গেছে, এখন মৃত্যু কমে শয়ে নেমে এসেছে। এ কারণে হোয়াইট হাউসের কাছে করোনাভাইরাসের বিষয়টি এখন আর তেমন গুরুত্ব পাচ্ছে না। হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্স এ নিয়ে কোনো সংবাদ সম্মেলনও এখন আর করছে না।

বাংলাদেশ সময় আজ দুপুর পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৯০ হাজারের মতো মানুষ। 

এআই//