ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

লকডাউন হলেও স্বাভাবিক সবকিছু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার দুটি ওয়ার্ড আজ মঙ্গলবার সকাল থেকে লকডাউন করা হয়েছে। এর আগে দর্শনা পৌরসভার ৫নং ও ৭নং ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। 

এমন অবস্থায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবচিত্র উল্টো। কয়েকটি দোকান বন্ধ ছাড়া সবকিছুই রয়েছে স্বাভাবিক। এক স্থান থেকে আরেক স্থানে মানুষ অবাধে চলাচল করছেন। অনেকে জানেই না আজ থেকে এ এলাকা লকডাউন করা হয়েছে। 

এর আগে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ করণীয় বিষয়ক জেলা কমিটির সভায় লকডাউনের এ সিদ্ধান্ত নেয়া হয়। 

প্রসঙ্গত, দর্শনা পৌর এলাকার ৫ ও ৭ নং ওয়ার্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। এদের মধ্যে ১৪ জনই পুলিশ সদস্য। আর সে কারণেই ওই এলাকা ‘রেড জোন’র আওতায় আনা হয়েছে। 

এআই//