ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

কুমিল্লায় করোনা ভাইরাসের বিস্তাররোধে সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। আর নগরীর ০৩, ১০, ১২ ও ১৩ নং ওয়ার্ডগুলোতে আগামী ১৯ জুন রাত ১২টা থেকে ৩ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। 

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান, সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান, করোনা প্রতিরোধে  সেনানিবাসের ৭১ বীরের লে. কর্নেল মাহাবুবুল আলম ও সিটি কাউন্সিলরগণসহ আরও অনেকে।

এআই//