পাবনার ইসলামী ব্যাংকে কর্মরত দুই ব্যক্তি করোনাক্রান্ত
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার
পাবনার ইসলামী ব্যাংকে কর্মরত নাটোরের দুই ব্যক্তি করোনায় আক্রান্ত। তাদের দুজনের একজনের বাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা এবং অপরজনের বাড়ি বড়াইগ্রামের জোয়াড়ি গ্রামে।
নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্ত দুইজন পাবনা থেকে ছুটিতে বাড়িতে আসে। ১১ জুন গুরুদাসপুর ও বড়াইড়গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দিয়ে তারা আবার কর্মস্থলে ফিরে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে ওই দুজনার রেজাল্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮ জন। অবশ্য ইতিমধ্যে ৫০ জন সুস্থ ও একজন মৃত্যু বরণ করেছেন।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান,দুজনের করোনা পজেটিভ রেজাল্ট আসার বিষয়টি নিশ্চিত করলেও তারা দুজনায় পাবনাতে আক্রান্ত হয়েছে বলে জানান। তারা দুজনাই পাবনায় কর্মরত এবং সেখানেই অবস্থান করছেন। ছুটিতে বাড়িতে এসে গুরুদাসপুর ও বড়াইগ্রাম স্থান্থ্য কেন্দ্রে নমুনা দিয়ে আবার কর্মস্থলে চলে গেছেন।
এরপরও তাদের দুজনার কর্মস্থলসহ পাবনার স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তাদের দুজনার বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
আরকে//